Technology plays an increasingly significant role in improving access to education for people living in impoverished areas and developing countries. |
দরিত্র এলাকায় এবং উন্নয়নশীল দেশে বসবাসরত মানুষের শিক্ষার সুযোগ উন্নত করার জন্য প্রযুক্তি ক্রমবর্ধমানভাবে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে। |
Charities like One Laptop per Child are dedicated to providing infrastructures through which the disadvantaged may access educational materials. |
একটি শিশু একটি ল্যাপটপ-এর মতো দাতব্য কর্মসূচিগুলো অবকাঠামো সৃষ্টি করার জন্য নিবেদিত, যার মাধ্যমে সুবিধাবঞ্চিতরা শিক্ষা উপকরণ পাবার সুযোগ পাচ্ছে। |
The OLPC foundation, a group out of MIT Media Lab and supported by several major corporations, has a stated mission to develop a $100 laptop for delivering educational software. |
কয়েকটি বৃহৎ করপোরেশনের সাহায্যপুষ্ট এবং এমঅইটি মিডিয়া ল্যাব-এর ওএলপিসি ফাউন্টেশন-এর উল্লেখিত মিশন হলো, শিক্ষামূলক সফটওয়্যার বিতরণ করার জন্য ১০০ ডলার মূল্যের ল্যাপটপ তৈরি করা। |
The laptops were widely available as of 2008. |
২০০৮ সাল থেকে ল্যাপটপগুলো ব্যাপকভাবে পাওয়া যাচ্ছে। |
They are sold at cost or given away based on donations. |
এগুলো বিক্রি হয় অথবা অনুদানের ভিত্তিতে এমনিতেই দিয়ে দেওয়া হয়। |
In Africa, the New Partnership for Africa's Development (NEPAD) has launched an "e-school program" to provide all 600,000 primary and high schools with computer equipment, learning materials and internet access within 10 years. |
আফ্রিকায় ১০ বছরের মধ্যে ৬,০০,০০০ প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার যন্ত্র, শিক্ষার উপকরণ এবং ইন্টারনেট সংযোগ দেবার জন্য ‘নিউ পার্টনারশিপ ফর আফ্রিকা’স ডিভেলপমেন্ট’ (এনইপিএডি) ‘ই-স্কুল প্রোগ্রাম’ শুরু করেছে। |
An International Development Agency project called nabuur.com, started with the support of former American President Bill Clinton, uses the Internet to allow co-operation by individuals on issues of social development. |
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সহায়তা nabuur.com নামে একটি আন্তর্জাতিক উন্নয়ন এজেন্সি সামাজিক উন্নয়ন খাতে ব্যক্তিগত সহযোগিতা দেবার সুযোগ তৈরি করার জন্য ইন্টারনেটকে ব্যবহার করছে। |
India is developing technologies that will bypass land-based telephone and Internet infrastructure to deliver distance learning directly to its students. |
ভূমির ওপর স্থাপিত টেলিফোন এবং ইন্টারনেট অবকাঠামোকে পাশ কাটিয়ে শিক্ষার্থীদেরকে প্রত্যক্ষভাবে দূরবর্তি শিক্ষা দেবার জন্য ভারতে প্রযুক্তি তৈরি করছে। |
In 2004, the Indian Space Research Organisation launched EDUSAT, a communications satellite providing access to educational materials that can reach more of the country's population at a greatly reduced cost. |
২০০৪ সালে ভারতীয় মহাশূন্য গবেষণা সংস্থা এজুস্যাট উৎক্ষেপন করেছে। দেশটির অধিকাংশ জনগণকে অত্যন্ত স্বল্পমূল্যে শিক্ষা উপকরণের সুযোগ দেবার জন্য এটি একটি যোগাযোগ উপগ্রহ। |